হোম > স্বাস্থ্য

বিএসএমএমইউকে রক্ত পরীক্ষার ২০ হাজার কিট দিল চীনের সিনোভ্যাক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার কিট দিয়েছে চীন ভিত্তিক সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেড। রক্ত পরীক্ষার এসব কিটের মধ্যে রয়েছে: এইচবিএসএজি, ম্যালেরিয়া, সিফিলিস, এবিও ব্লাড গ্রুপ টেস্টিং কিট। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চিছাও ঝাং কিটগুলো উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। 

এ সময় অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, ‘রক্ত পরীক্ষার কিট হস্তান্তরের মধ্য দিয়ে বিএসএমএমইউ ও সিনোভ্যাকের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হলো। এই অনুদানের জন্য সিনোভ্যাক বায়োটেককে আন্তরিক ধন্যবাদ। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে রক্ত পরিসঞ্চালন সম্পর্কিত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাঁদের সঠিক চিকিৎসাসেবায় সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

অনুষ্ঠানে সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চিছাও ঝাং বলেন, ‘সিনোভ্যাকের পক্ষ থেকে গরিব ও দুস্থ রোগীদের রক্তের বিভিন্ন পরীক্ষায় ১৯ হাজার ৯৭৫টি কিট দেওয়া হয়েছে। পরিমাণে কিট অনেক কম হলেও রক্তের সঠিক পরীক্ষার এগুলো ইতিবাচক প্রভাব ফেলবে।’ 

এ সময় বিএসএমএমইউয়ের রক্ত পরিসঞ্চালন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রেইনবো ডায়েট কী, সুস্বাস্থ্যের জন্য কেন দরকারি

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

শীতে থাইরয়েড রোগীরা যা করবেন

সবজির পুষ্টিগুণ পাওয়ার সঠিক উপায়

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন