হোম > স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ফাতেমা দোজা চাকরি থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডা. ফাতেমা দোজা। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগ সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বরখাস্তাদেশ কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. ফাতেমা দোজা সরকারি চাকরিতে ইস্তফা দেওয়ার পর তথ্য গোপন করে পুনরায় যোগদান, যুক্তরাষ্ট্রে আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আমন্ত্রণপত্র পরিবর্তন করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করা এবং ফৌজদারি মামলায় কারাভোগের তথ্য গোপন করাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ ২০২৩ সালের ২৬ নভেম্বর সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী, ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে। কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি এবং ব্যক্তিগত শুনানির অনুরোধও জানাননি। পরে বিধি অনুযায়ী একজন তদন্ত কর্মকর্তা অভিযোগ তদন্তের জন্য নিয়োগ পান।

তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিকভাবে তাঁকে গুরুদণ্ডস্বরূপ বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

সরকারি কর্মকমিশনের মতামত অনুযায়ী বরখাস্তের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করা হলে রাষ্ট্রপতি অনুমোদন দেন। এতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে মন্তব্য জানতে আজ সোমবার বিকেলে ডা. দোজাকে মোবাইল ফোনে কল করা হয়। তবে কল রিসিভ করে অসুস্থতার কথা বলে তিনি কোনো মন্তব্য করেননি।

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন