হোম > স্বাস্থ্য

সরকারি হাসপাতালে ডেঙ্গুর সব পরীক্ষা ৫০ টাকা

দেশের সরকারি হাসপাতালে এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ নির্ণেয়র সব ধরনের পরীক্ষার মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। এখন থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করা যাবে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু এনএস-১, আইজিজি এবং আাইজিএম পরীক্ষার মূল্য ৫০ টাকা করে নির্ধারণ করা হলো। ইতিমধ্যে এই নির্দেশনা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) স্বাক্ষরিত অপর এক চিঠিতে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকারি হাসপাতালের যেসব ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছিল সেগুলোর কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ ছাড়া হাসপাতালে ডেঙ্গু কর্নারে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করতে হবে। 

চিঠিতে ৫টি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সেগুলো হলো—১. সব হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইড লাইন অনুসরণ করতে হবে। ফ্লুইড ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আপডেট ও গাইডলাইন অনুসরণ করতে হবে। ২. ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে হবে। ৩. ডেঙ্গু কর্নারে জনবল নিশ্চিত করতে হবে। ৪. ডেঙ্গু শনাক্তকরণ কিট সরবরাহ করতে হবে। ৫. ডেঙ্গু জ্বরে ভর্তি রোগীর মশারি ব্যবহার নিশ্চিত করতে হবে। 

এ দিকে এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ২৪৬ জন। এ বছর এখন পর্যন্ত একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা এটা। এ সময় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭০৯ জন ঢাকার এবং ৫৩৭ জন অন্যান্য বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ৭৯১ জন। এর মধ্যে রাজধানীর ৫৩টি হাসপাতালে চিকিৎসাধীন দুই হাজার ৫৩০ জন। বাকি এক হাজার ২৬১ জন ঢাকার বাইরে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৬৪ জন।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য