হোম > স্বাস্থ্য

মুখে যখন দুর্গন্ধ

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।

যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।

বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।

মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ 
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে। 

পাকস্থলীতে ক্যানসার 
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।

পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার। 
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।

মেছো গন্ধে কিডনি বিকল  
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি। 

টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয় 
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।

যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে। 

নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত। 

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

১৯৯০ সালের ওষুধের দাম সরকার এখনো বাড়াতে দিচ্ছে না: ওষুধ শিল্প সমিতি

গর্ভাবস্থায় প্যারাসিটামলে ক্ষতি—ট্রাম্পের দাবির প্রমাণ নেই, বলছে গবেষণা

নাক-কান-গলার যত্নে ১০ অভ্যাস

ওজন কমানো মানেই শর্করা বাদ নয়

জেনে নিন ঘুমের স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর ভঙ্গি

ত্বকে দ্রুত বয়সের ছাপ ফেলে যে ৫ অভ্যাস

দুশ্চিন্তা থেকে মুক্তির ৬ উপায়

ঘাড়ে কুঁচকে যাওয়া কালো ত্বক, হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির লক্ষণ

সাধ্যের মধ্যে দরকারি সব ওষুধ, পূর্ণতা পাচ্ছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন

শীতকালে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কী করবেন