দেশব্যাপী চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকায় সিলযুক্ত কিছু ব্যালট পেপারের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পূর্বেই রাতের বেলা ব্যালটে সিল মারা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সিলযুক্ত ব্যালট পেপারের ছবিগুলো সাম্প্রতিক অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলো যাচাই করে দেখা যায়, ব্যালট পেপারগুলোতে ধানের শীষ প্রতীক রয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে থাকে।
এই অসংগতি থেকে রিভার্স ইমেজ অনুসন্ধানে বার্তা সংস্থা ডয়েচে ভেলেতে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ২০১৮ সালের ৩০ জুলাই এ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে প্রতিবেদনে ছবিটি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। একই বছরের ১৬ নভেম্বর বার্তা সংস্থাটিতে প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনেও ছবিটি খুঁজে পাওয়া যায়।
একই দাবিতে ভাইরাল ভিডিওটি নিয়ে অনুসন্ধানে সেটি কোন সময় ধারণ করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ভিডিওটিতে থাকা ব্যালট পেপারটি যাচাই করে দেখা যায়, এখানেও ধানের শীষ প্রতীক রয়েছে। ব্যালটটিতে ধানের শীষ ছাড়াও মই, হাতপাখা প্রতীক দেখা যায়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের বরাদ্দকৃত প্রতীকের মধ্যে ধানের শীষসহ ব্যালট পেপারটিতে দৃশ্যমান মই, হাতপাখা প্রতীক দেখা যায়নি।
৩০০ আসনের প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন দেখতে ক্লিক করুন এখানে।
প্রসঙ্গত, চলমান নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে সিল মারার অভিযোগ ও ভোটকেন্দ্র দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা।
এমন কিছু প্রতিবেদন দেখুন: