হোম > ফ্যাক্টচেক > দেশ

সংগীতশিল্পী মমতাজের বাড়ি ভাঙার খবর সঠিক নয়, ভিডিওটি ভিন্ন ঘটনার

ফ্যাক্টচেক  ডেস্ক

সংগীতশিল্পী মমতাজ বেগমের বাড়ি ভাঙ্গার দৃশ্য দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গত ১২ মে রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর তাঁর বাড়ি ভেঙে ফেলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি বুলডোজার দিয়ে সাদা রঙের একটি দোতলা বাড়ি ভাঙতে দেখা যায়।

Sheikh Rasel নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোমবার (১৯ মে) বেলা ১২টা ১১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘বাংলা লোক গানের সুর সম্রাজ্ঞী মমতাজের বাড়িটা ভেঙ্গে ফেলছে। গত ১৫ বছরে মনির খান, বেবি নাজনীন, আসিফ আকবর তাদের বাড়ী কিন্তু ভাঙ্গেনি।’ (বানান অপরিবর্তিত)

সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ২ লাখ ৪৪ হাজার বার দেখা হয়েছে এবং ৭৮৩টি রিঅ্যাকশন পড়েছে। এতে ২২৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৮২০।

Sarah Mahjabin নামে এক্স অ্যাকাউন্ট, ‘MB Kaniz’ নামে ফেসবুক অ্যকাআউন্ট এবং ‘বিজয় ৭১’ ও ‘জয় বাংলা পেইজ’ নামে ফেসবুক পেজ থেকে একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘টঙ্গী গাজীপুর হেল্পলাইন-Tongi Gazipur Helpline’ নামে একটি ফেসবুক গ্রুপে Nps Adhunik Songbad নামে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি গত ১ এপ্রিল প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ভাঙা বাড়ি, বুলডোজার, আশেপাশের দৃশ্যের মিল পাওয়া যায়।

মমতাজের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Nps Adhunik Songbad অ্যাকাউন্ট প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গাজীপুরের কালিয়াকৈর বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিনাবহ নামক এলাকায় বাড়ি ভাঙার দৃশ্য।

আজকের পত্রিকায় গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে একই বাড়ি ভাঙার দৃশ্য পাওয়া যায়।

আজকের পত্রিকায় গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা বন বিভাগ ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগের এই অভিযানে স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরাও সঙ্গে ছিলেন। অভিযানে সিনাবহ ও বাগাম্বর এলাকায় শতাধিক কাঁচাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনারই দৃশ্য এটি।

দেশীয় বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ৩০ মার্চ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনেও একই তথ্যে বাড়ি ভাঙার দৃশ্যটি পাওয়া যায়।

বেসরকারি মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনগুলোতে গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের তথ্য রয়েছে। যেখানে মমতাজ বেগমের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে জয়মণ্ডপে। তবে ঢাকাতেও তাঁর নামে একটি বাড়ি রয়েছে বলে জানা যায়।

সুতরাং, সংগীতশিল্পী মমতাজ বেগমের বাড়ি ভাঙার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, গত ৩০ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের দৃশ্য এটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার