হোম > ফ্যাক্টচেক > দেশ

ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়

ফ্যাক্টচেক ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণের দিন ফেসবুকে ছড়িয়ে পড়েছে ব্যালট পেপার হাতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের একটি ছবি।

ফেসবুকে অসংখ্য আইডি, গ্রুপ ও পেজ থেকে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে—আজ ভোট দেওয়ার পর শামীম ওসমান সবাইকে ব্যালট পেপার দেখিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, শামীম ওসমানের হাতে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার। বেশির ভাগ পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে—‘গোপন আর রহিল না।’

ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করলে দেখা যায়, এটি পুরোনো ছবি। ২০১৬ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের দিনের ছবি এটি।

২০১৬ সালের ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনের দিন অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ ২৪ বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত পৃথক প্রতিবেদনে ব্যালট পেপার ধরে থাকা শামীম ওসমানের একই ধরনের কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনে একই দিন প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বরে অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই ব্যালট পেপার সবাইকে দেখান স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাজাহান বলেন, ‘অবশ‌্যই ভোট দিতে হবে গোপনীয়ভাবে এবং গোপন কক্ষে গিয়ে। প্রকাশ‌্যে দেখানোর বিধান নেই। এটা আচরণবিধির লঙ্ঘন ও বেআইনি।’

এ বছর নাসিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ১৬ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শামীম ওসমান ইভিএমে ভোট দেন। ফলে ব্যালট পেপার দেখানোর কোনো সুযোগ এই নির্বাচনে ছিল না।

সিদ্ধান্ত

ফেসবুকে ব্যালট পেপার হাতে ভাইরাল হওয়া শামীম ওসমানের ছবিটি আজকের (১৬ জানুয়ারি, ২০২২) নয়। এটি ২০১৬ সালে অনুষ্ঠিত নাসিক নির্বাচনের ভোটের দিনের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

আরও পড়ুন ফ্যাক্টচেক:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের

ফিলিং স্টেশনে যুবকের বুকে তরুণীর আগ্নেয়াস্ত্র তাক—ভিডিওটি কি বাংলাদেশের

নাহিদ ইসলামের বাড়ি থেকে সাড়ে ৪ কোটি টাকা উদ্ধার—ভিডিওটি ভিন্ন ঘটনার

কুমিল্লায় সমন্বয়কের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিও সম্পর্কে যা জানা গেল

উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে ভিজিএফের চাল উদ্ধার দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার