হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

ইচ্ছা করে ঘামলে কি জ্বর ছেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

ফ্যাক্টচেক  ডেস্ক

জ্বর আসলে ইচ্ছাকৃতভাবে ঘামলে কি কেউ সুস্থ হয়? ছবি: ফ্রিপিক

জ্বর ছেড়ে যাওয়ার সময় সাধারণত ঘাম ঝরে। অনেকে ধারণা করেন, ইচ্ছাকৃতভাবে ঘামলে জ্বর নেমে যায়। আসলেই কি তাই? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, অনেকে জ্বর এলে ইচ্ছে করে ঘাম ঝরানোর জন্য মোটা কাপড় পরেন, বা ঘরের তাপমাত্রা বাড়িয়ে অথবা কায়িক শ্রম দিয়ে ঘাম ঝরানোর চেষ্টা করেন। ঘাম হলে জ্বর ছেড়ে যাবে বলে তাঁদের বিশ্বাস।

জ্বর হওয়া মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। যদি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি অথবা কিছু বেশি হয় তাহলে এটিকে স্বল্প মেয়াদি জ্বর বলা যেতে পারে। তবে শরীরে তাপমাত্রা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট হলে এটিকে জ্বর বলা হয়। আর তাপমাত্রা ১০৩ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে তা খুব বেশি জ্বর বলে বিবেচিত।

ঘামলে শরীরের তাপমাত্রা কমে যায়, ঠাণ্ডা হয়। তাই, ঘাম ঝরলে জ্বর নেমে যাবে এমন ধারণা অমূলক নয়। বেশি কাপড় ও কম্বল শরীরে জড়ালে, বাষ্প গোসল অথবা বেশি হাঁটাচলা করলে শরীর থেকে ঘাম ঝরে। তবে জ্বর এলে কেউ ইচ্ছাকৃতভাবে ঘামলে তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন চিকিৎসাবিজ্ঞানে এমন কোনো প্রমাণ নেই। মনে রাখা উচিত, জ্বরের জন্য আলাদাভাবে চিকিৎসার প্রয়োজন নেই। যেই কারণে জ্বর হয়েছে সেই কারণ বের করে সেটির চিকিৎসা করতে হবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘বিএএসএস মেডিক্যাল গ্রুপ’ নামে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে ২০২২ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সংক্রমণের বিরুদ্ধে শরীরে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে জ্বর। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা যখন শরীরের জন্য হুমকিজনক কিছু সনাক্ত করে তখন এটি খারাপ ভাইরাস বা ব্যকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এতে শরীরের তাপমাত্রা বেড়ে জ্বর আসে।

অন্যদিকে, শরীর ঠান্ডা রাখার একটি উপায় হলো ঘাম ঝরানো। তবে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ কিংবা অসুস্থতা নিরাময় করার কোনো পদ্ধতি না। জ্বর ছেড়ে যাওয়ার সময় শরীরে ঘামতে পারে। তবে জ্বর এলে ইচ্ছাকৃতভাবে ঘামলে জ্বর ভালো হবে এমন ধারণা সঠিক নয়। ঘামলে শরীরের তাপমাত্রা কমে যায়, এতে জ্বর ছেড়ে গেছে বলে অনুভব হতে পারে। কিন্তু এটি সাময়িক।

যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার-এর ওয়েবসাইটে ২০২১ সালের ২২ জানুয়ারি তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জ্বর এলে ইচ্ছাকৃত ঘামলে প্রকৃতপক্ষে জ্বর সারে না বা এটি দ্রুত অসুস্থতা কাটিয়ে উঠতেও সাহায্য করে না। এর পরিবর্তে কী কারণে জ্বর হয়েছে তা জেনে ওষুধ খাওয়া, পর্যাপ্ত পরিমাণে তরল পান করা এবং বিশ্রাম নেওয়া উচিৎ। বেশি অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের