হোম > ছাপা সংস্করণ

টিভিতে সিনেমা

এটিএন বাংলা
আকাশ ছোঁয়া ভালোবাসা (সকাল ১০টা ২০ মি.): পরিচালক এস এ হক অলিক। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা, রাজ্জাক ও দিতি।
মনের ঘরে বসত করে (বেলা ২টা ৫০ মি.): পরিচালনায় জাকির হোসেন রাজু। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক প্রমুখ।

চ্যানেল আই
ইস্টিশন (সকাল ১০টা ১৫ মি.): পরিচালনায় রাসেল আহমদ। অভিনয়ে রেহানা জলি, আমিন সরকার, তানভীর, সেলিনা আফরি।

দীপ্ত টিভি
ভুবন মাঝি (সকাল ৯টা): পরিচালনায় ফাখরুল আরেফিন খান। অভিনয়ে পরমব্রত, অপর্ণা ঘোষ।  
হালদা (বেলা ১টা): পরিচালনা তৌকীর আহমেদ। অভিনয়ে জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু।  

একুশে টিভি 
হৃদয় শুধু তোমার জন্য (সকাল ৯টা ৩০ মি.): অভিনয়ে শাকিব খান, শাবনূর, শাহেদ প্রমুখ। 

এনটিভি সিনেমা
তুমি আমার মনের মানুষ (সকাল ১০টা ৫ মি.): পরিচালনা আজাদী হাসনাত। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল প্রমুখ।

আরটিভি
কুসুম কুসুম প্রেম (সকাল ১০টা ১০ মি.): অভিনয়ে রিয়াজ, মৌসুমী, ফেরদৌস প্রমুখ।
ওয়েব ফিল্ম হোটেল নিরিবিলি (বেলা ২টা  ১০ মি.): রচনা ও পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে মুশফিক আর ফারহান, শবনম ফারিয়া, শহীদুজ্জামান সেলিম ও শরাফ আহমেদ জীবন।

মাছরাঙা
খাইরুন সুন্দরী (বেলা ২টা ৩০ মি.): অভিনয়ে ফেরদৌস, মৌসুমী।

নাগরিক টেলিভিশন
প্রাণের মানুষ (সকাল ১০টা ১৫ মি.): অভিনয়ে শাকিব খান, ফেরদৌস।
বস নাম্বার ওয়ান (বেলা ১টা ৫ মি.): অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
কিস্তিমাত (বিকেল ৪টা ১৫ মি.): অভিনয়ে আরেফিন শুভ, আঁচল।

বাংলাভিশন
কোটি টাকার প্রেম (সকাল ১০টা ৫ মি.): অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ