হোম > ছাপা সংস্করণ

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে মান্নুর সিনেমা ‘অনাবৃত’

যুগ যুগ ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সুখেদুখে একত্রে বসবাস করছে বাংলাদেশে। পর্দায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের গল্প বলবেন পরিচালক সাইফুল ইসলাম মান্নু।

তবে শুটিং শেষ হওয়ার আগে সিনেমার নাম জানাতে চাইলেন না পরিচালক। যত দূর জানা যায়, সিনেমার নাম ‘অনাবৃত’। অভিনয় করছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী।

এই তালিকায় রয়েছেন আবুল হায়াত, খাইরুল আলম সবুজ, মিশা সওদাগর, জাকিয়া বারী মম, জ্যোতিকা জ্যোতি, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, মনিরা ইউসুফ মেমী, শিল্পী সরকার, প্রাণ রায়, কনক আদিত্য প্রমুখ।

৪ অক্টোবর থেকে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে শুটিং শুরু হয়েছে সিনেমার। জ্যোতিকা জ্যোতি অভিনয় করছেন রত্না নামের চরিত্রে। এটি তাঁর ক্যারিয়ারের ১২তম সিনেমা হতে যাচ্ছে। এতে জ্যোতির বিপরীতে অভিনয় করবেন রাজীব সালেহীন। সিনেমার গল্প প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘আগে গ্রামে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলেমিশে বাস করত। এই সিনেমার গল্পে তা-ই ফুটে উঠবে।’

সিনেমা শুরুর আগে শিল্পীরা বেশ কয়েক দিন রিহার্সাল করেছেন। এ ধরনের অভিজ্ঞতা জ্যোতির জন্য প্রথম। অভিনেত্রী বলেন, ‘এত লম্বা সময় ধরে কোনো সিনেমার রিহার্সাল আমার জন্য প্রথম। সব তারকা শিল্পীই রিহার্সাল করেছেন।’

মম শুটিংয়ে অংশ নেবেন ১০ অক্টোবর। মম বলেন, ‘শুনেছি, পুরো শুটিং শেষ করে পরিচালক সিনেমার নাম জানাবেন। সিনেমায় আমার চরিত্রের নাম নাবিরা। গ্রামের একটি আর্ট স্কুলের শিক্ষিকা।’

এ পর্যন্ত প্রায় এক ডজন সিনেমায় অভিনয় করেছেন মম। প্রায় সব সিনেমায় নায়িকা হিসেবেই দেখা গেছে তাঁকে। কিন্তু এবার সেই তকমা থেকে বেরিয়ে সিনেমায় ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মম জানালেন, গ্রামীণ জনপদের ভিন্ন ধরনের গল্পের সিনেমা এটি, কোনো নায়ক-নায়িকা বা ভিলেনকেন্দ্রিক নয়, অভিনয়ের জায়গা আছে, তেমন একটি চরিত্র তিনি করছেন।

পরিচালক সাইফুল ইসলাম জানান, টানা ২৬ অক্টোবর পর্যন্ত সিনেমার শুটিং চলবে। তিনি বলেন, ‘টানা সিনেমার শুটিং শেষ করব। কারণ, ৬০-৭০ জনের ইউনিট নিয়ে ঢাকা থেকে এসেছি। কোনো কোনো দৃশ্যের জন্য স্থানীয় ২০০ থেকে ৩০০ মানুষ নিয়ে কাজ করতে হচ্ছে। তাই বিরতি না দিয়ে টানা শেষ করতে চাই শুটিং।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ