এখন প্রতিবছর বিশ্বজুড়ে উদ্যাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনবদলের সঙ্গে সঙ্গে একুশে ফেব্রুয়ারি ঘিরে তাই ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। পোশাকের মধ্যে বাংলা ভাষার এই গৌরবগাথা তুলে ধরতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা লাইফস্টাইলে থাকছে পোশাকের রকমারি আয়োজন।
এ বছর সারা লাইফস্টাইলের মাতৃভাষা দিবসের আয়োজনে নারীদের সংগ্রহে থাকছে থ্রিপিস, কুর্তি, টপস। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট এবং টি-শার্ট। মেয়েশিশুদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি আর ছেলেশিশুদের জন্য থাকছে টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট সেট।
সারা লাইফস্টাইলের মাতৃভাষা দিবসের সংগ্রহে ফুটে উঠেছে একুশের বাহারি নকশা। মাত্র ৫০০ থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে পোশাকগুলো। মাতৃভাষা দিবস কালেকশনের এসব পোশাক কেনা যাবে সারার সব আউটলেট, ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। এ ছাড়া পুরো দেশে হোম ডেলিভারি পাওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে। ঢাকার বাইরে সারার প্রথম আউটলেট রংপুরের জাহাজ কোম্পানির মোড়ে। সেখানে পাওয়া যাবে সারার সব পোশাক।