হোম > পরিবেশ

রিমাল দুর্বল হয়ে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র–বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার একই রকম আবহাওয়া বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।

আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে ৩০৩ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

ঘূর্ণিঝড় রিমাল উপকূলজুড়ে রেখে গেছে তার ক্ষতচিহ্ন। সরকারি হিসাব অনুযায়ী, এ ঝড়ে উপকূলীয় জেলাগুলোতে ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আর আংশিক ক্ষতি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯০০ ঘরবাড়ির। রিমালের প্রভাবে অতিবৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকার বসতবাড়িতেও জমে বৃষ্টির পানি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর অলিগলিতে পানি জমে থাকায় নাকাল হন পথচারীরা।

জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির (দক্ষিণ সিটি করপোরেশন) পক্ষ থেকে গতকাল সোমবার নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। পাঁচ সদস্যের পরিচ্ছন্নতাকর্মীদের ৯১টি দল গঠন করা হয় তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য। গতকাল (সোমবার) থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত জলাবদ্ধতার কথা জানিয়ে দক্ষিণ সিটির নাগরিকদের থেকে ১২০টি ফোনকল পায় সেই নিয়ন্ত্রণকক্ষ। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষে মোট ১২০টি ফোনকল আসে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজট–সংক্রান্ত ফোনকলের সংখ্যা ৭৮। সেসব কলের পরিপ্রেক্ষিতে সেসব স্থানে করপোরেশনের লোকবল কাজ করেছে। এ ছাড়া ৪২টি ফোনকল ছিল ঝড়ে গাছ পড়ে যাওয়া সংক্রান্ত। করপোরেশনের আওতাধীন এলাকায় ৯৪টি বড় গাছ পড়ে গিয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছ কেটে সরানো হয়। বাকি কিছু গাছ সরানোর কার্যক্রম চলমান রয়েছে।

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ