হোম > পরিবেশ

ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবমুক্ত

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পদ্মপুকুরে বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। আজ রোববার দুপুরে ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর কচ্ছপটি অবমুক্ত করেন। 
 
রেঞ্জ কর্মকর্তা মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শনিবার রাতে পৌর সদরের ফকিরহাট এলাকার নুরনবী আরাফাত নামে এক যুবক তাঁর বাড়ির উঠানে বিলুপ্ত প্রজাতির কচ্ছপটি দেখতে পেয়ে উদ্ধার করেন। আজ সকালে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে বন বিভাগের কর্মীদের সেখানে পাঠান। তাঁরা যুবকের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে আনেন। দুপুরে কচ্ছপটিকে পার্কের গেট সংলগ্ন পদ্মপুকুরে অবমুক্ত করা হয়। এ প্রজাতির কচ্ছপ এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না বলেও জানান তিনি। 
 
বিলুপ্ত প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা যুবক নুরনবী আরাফাত বলেন, রাতে ঘর থেকে বের হলে বাড়ির উঠানে কচ্ছপটি দেখতে পেয়ে উদ্ধার করে ঘরের ভেতর নিয়ে যাই। আজ সকালে ইন্টারনেটের মাধ্যমে চট্টগ্রামের রেঞ্জ কর্মকর্তার নম্বর জোগাড় করে তাঁকে ফোন করে বিষয়টি অবহিত করি। কিছুক্ষণ পর ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করে কচ্ছপটি নিয়ে যেতে লোক পাঠান। 
 
প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুলাই চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে জন্ম নেওয়া অজগরের ২৮টি বাচ্চা ইকোপার্কের জঙ্গলে অবমুক্ত করা হয়। 

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

ঢাকায় আজ আরও কমেছে তাপমাত্রা

খনিজের সন্ধানে গভীর সমুদ্রে খনন, দুর্লভ জীববৈচিত্র্য বিলুপ্তির শঙ্কা