সারা দেশে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে—যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, এখন যে তাপপ্রবাহ চলছে তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমার সম্ভাবনা নেই। বরং এই অবস্থা আরও কয়েক দিন থাকবে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে তাপমাত্রা এর চেয়েও বেশি বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
শনিবার দেশের কোথাও বৃষ্টি হয়নি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।