তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ রোববার, সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে বলে আভাস মিলেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, আজ রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে রাঙামাটিতে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবারও সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাঙামাটিতে। ঢাকার তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়া, রাজারহাট এবং টেকনাফে, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে।
আজ রোববারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রবি, সোম ও মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা এক–দুই ডিগ্রি বাড়তে পারে। এ ছাড়া সপ্তাহের শেষের দিকে দেশের উত্তর–পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।