হোম > পরিবেশ

রোজার মাস শুরু, থাকবে গরমের অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের আকাশে গতকাল সোমবার ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে রোজা। আর আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পালন করা হবে পবিত্র শবে কদর। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবার রোজা কাটবে গরমের অস্বস্তিতে। দেশের ওপর দিয়ে চলতি মাসের শেষে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম এ মাসে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন জানান, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল সন্ধ্যায় বসে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে রোজা পালনের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের গতকালের পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধবার থেকে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত বছর দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল এপ্রিল ও জুন মাসে। এবার মার্চের শেষ সময় থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সাল বিশ্বের উষ্ণতম বছর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। ২০২৪ সালেও গরমের অবস্থা একই থাকবে। এর সঙ্গে যোগ হবে এল নিনোর প্রভাব। এ কারণে এ বছর গরম বেশি পড়ার আশঙ্কা রয়েছে। মার্চেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে বলেছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু (৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মার্চজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘২০ মার্চ পর্যন্ত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। ২০ মার্চের পর তাপমাত্রা বাড়বে। এ সময়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে।’

এদিকে মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময়ে দেশে দুই থেকে তিনটি বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে পারে। একটি তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ বিষয়ে বজলুর রশীদ বলেন, ১৪-১৫ তারিখে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেটিও সামান্য।

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী