হোম > পরিবেশ

ফের বাড়তে পারে শীত, বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোমবার থেকে দেশে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আগামী কয়েকদিন শীত হালকা বাড়তে পারে। তবে তা বেশি দিন থাকবে না। 

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 

রোববার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। 

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় অধিদপ্তর জানিয়েছে, এ সময় রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে এরপরের পাঁচদিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

রৌদ্রোজ্জ্বল ঢাকার আকাশ, বেড়েছে তাপমাত্রা

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন

দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, শৈত্যপ্রবাহ আরও কত দিন— জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় সকালে তাপমাত্রা আজও ১২ ডিগ্রির ঘরে

২২ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

ঢাকায় তাপমাত্রা বেড়েছে

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর