হোম > পরিবেশ

তাপমাত্রা বাড়বে আরও দুই দিন, এরপর দেখা মিলতে পারে বৃষ্টির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের সময় বৃষ্টিতে গরম কমলেও আবার বাড়তে শুরু করেছে। আগামী দুই দিন তাপ বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। এরপর কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ২৮ শতাংশ। বুধবার দেশের কোথাও বৃষ্টি হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রংপুর, খুলনা, চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এরপর আবার বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা কমে যাবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলার ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

পাকা ধান কাটার পরামর্শ 
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিশেষ বুলেটিনে বলেছে, ২৪ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেলের মতে, ২০ এপ্রিল থেকে ৩ মের মধ্যে দুটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করবে। এ কারণে কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ব্রি বলেছে, এ সময়ে জমির ধান ৭০ থেকে ৮০ ভাগ পরিপক্ব হলে দ্রুত কেটে ফেলার ব্যবস্থা করতে হবে এবং কাটা ধান মাঠে ফেলে না রেখে দ্রুত মাড়াই অথবা উঁচু জায়গায় স্তূপ করে এমনভাবে রেখে দিতে হবে, যাতে করে বৃষ্টির পানি ধানের স্তূপে প্রবেশ করতে না পারে। তা ছাড়া ধানগাছের পরিপক্বতা ৪০ থেকে ৬০ ভাগ হলে জমির পানি বের করে দিতে হবে।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’