হোম > পরিবেশ

ঈদের দিন আকাশ মেঘলা থাকলেও হবে না বৃষ্টি, কমবে গরম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। গরম থাকলেও তা সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বুধবার রমজান মাসের শেষ দিন, অর্থাৎ আজ ৩০তম রোজা শেষ হচ্ছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এপ্রিল দেশের উষ্ণতম মাস হওয়ায় গরম বা তাপপ্রবাহের শঙ্কা ছিল। এ ছাড়া এই মাসে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আধিক্য থাকে। তবে বৃহস্পতিবার দেশের আবহাওয়া তাপ ও বৃষ্টিমুক্ত থাকবে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল দেশের আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। গরম থাকবে, তবে সহনীয় পর্যায়ে।’ তিনি বলেন, ‘আজ বুধবার গরম আছে, তবে সেটি সহনীয়। আগামীকালও এমনই থাকবে। তবে এই সপ্তাহ থেকেই তাপপ্রবাহ বয়ে যেতে পারে।’ 

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

এ ছাড়া চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এর পরের পাঁচ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি