হোম > পরিবেশ

ব্র্যাকের গোলটেবিল আলোচনা

সস্তা ও বিকল্পের অভাবে বেড়েছে প্লাস্টিক ব্যবহার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সস্তা, সহজলভ্য ও বিকল্প না থাকায় প্লাস্টিকের ব্যবহার বেড়েছে। এক জরিপে দেখা গেছে, প্রতিবছর প্লাস্টিকের ব্যবহার ১৫ শতাংশ বাড়ছে।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল সোমবার বিশ্ব শহর দিবস উপলক্ষে ব্র্যাক আয়োজিত ‘প্লাস্টিক বর্জ্য হ্রাস: জাতীয় নীতি ও টেকসই পদক্ষেপ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।

বুয়েটের পরিচালক (আইএনটি) অধ্যাপক তানভীর আহমেদ বলেন, ‘প্লাস্টিক ম্যানেজমেন্ট শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে হচ্ছে। প্লাস্টিকের একটা জীবনচক্র আছে। আমরা কেন শুধু ব্যবহারের পরের বিষয়টি আলোচনা করছি। এ বিষয়ে সারা বিশ্ব ভুল ধারণা নিয়ে আছে। আমরা যদি শুরু থেকে উৎপাদনে কিছু কিছু কমাতে পারতাম, তাহলে স্থানীয় সরকারের ওপর এত বেশি চাপ পড়ত না।’

নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক দেবব্রত রায় চৌধুরী বলেন, প্লাস্টিকের বিকল্প ম্যানেজমেন্ট কষ্টকর। যথাযোগ্য বিকল্প নেই। এ ছাড়া রিসাইকেল ম্যানেজমেন্ট খরচ বেশি।

ব্র্যাক এন্টারপ্রাইজের জ্যেষ্ঠ পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, প্যাকেজিংয়ের প্লাস্টিক ব্যবহারে খরচ কম হয়। খাবারের মান ঠিক রাখতে এটি ব্যবহার করা যায়। এ জন্য প্লাস্টিকের ব্যবহার প্রতিবছর বাড়ছে। এক জরিপে দেখা গেছে, প্রতিবছর প্লাস্টিকের ব্যবহার ১৫ শতাংশ বাড়ছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ড. শাহরিয়ার হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচি এবং আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক মো. লিয়াকত আলী, কক্সবাজার পৌরসভার কর্মকর্তা কবীর হোসেন।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ