হোম > পরিবেশ

টিকা বণ্টনবৈষম্যের প্রতিবাদে জলবায়ু সম্মেলন বর্জন করলেন থুনবার্গ

কোভিড টিকার সমবণ্টন নিশ্চিত না হওয়ায় আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন কপ-২৬ বর্জনের ঘোষণা দিয়েছেন গ্রেটা থুনবার্গ। বার্তা সংস্থা এএফপিকে এমনটিই জানিয়েছেন এ সেলিব্রেটি পরিবেশ আন্দোলন কর্মী।

১৮ বছর বয়সী সুইডিশ এ পরিবেশকর্মী কোভিট টিকার বণ্টন ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, নভেম্বর নাগাদ ধনী দেশের তরুণরাও ভ্যাকসিন পাবে। কিন্তু বিশ্বের অন্যান্য অংশের ঝুঁকিতে থাকা মানুষেরা ভ্যাকসিন পাবেন না। ভ্যাকসিন বিতরণে অসমাঞ্জস্য থাকায় আমি কপ-২৬ সম্মেলনে অংশ নেবো না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও একই কথা বলেছেন থুনবার্গ। পাশাপাশি ভ্যাকসিনের সমবণ্টন ইস্যুতে যদি সবাই অংশ না নেন তাহলে এবারের সম্মেলন স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। 

গত নভেম্বরে জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈশ্বিক মহামারির কারণে তা স্থগিত হয়।

গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচারণা শুরু করেন। জলবায়ু পরিবর্তনের ইস্যু নিয়ে তার একাগ্রতা ও সাহসীকতার কারণে তরুণ সমাজের মধ্যে দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠেন থুনবার্গ।

২০১৯ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ মানবাধিকার পুরস্কার পান থুনবার্গ। এছাড়া ২০১৯ সালে টাইমস ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ