হোম > বিনোদন > সিনেমা

আজ মাহির বিয়ে

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

কয়েকদিন ধরে সবখানে কথা হচ্ছিল, ১৩ সেপ্টেম্বর যে ‘সারপ্রাইজ’টা মাহি দিতে চেয়েছিলেন, সেটা হবে তাঁর বিয়ের বিষয়ে। মাহির জুন মাসের ফেসবুক স্ট্যাটাস সামনে এনে অনেকে এটাও প্রমাণের চেষ্টা করছিলেন যে, দ্বিতীয় বিয়েটা মাহির জুন মাসেই হয়েছে। হবু বরের সঙ্গে মাহি, এমনটা দাবি করে কিছু ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

অনেকে অনেক রকম কথা বললেও, এটা সবার কাছে নিশ্চিত ছিল যে, ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহির বিয়ের ফুল ফুটছে।

তাই-ই হলো, ১৩ সেপ্টেম্বরের শুরুতেই (রাত ১২টা ২৫ মিনিট) মাহিয়া মাহির ফেসবুক টাইমলাইনে একটি ঝকঝকে ছবি আপলোড হলো। সেখানে বিয়ের সাজে মাহি, জীবনসঙ্গীকে পাশে নিয়ে, নিকাহনামায় সই করছেন।

তাহলে মাহির ‘সারপ্রাইজ’টা আর বিস্ময়বোধক হয়ে থাকলো কোথায়!
সবই তো বুঝে ফেলেছিল সবাই, আগে থেকে।

মাহির জবাব, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিল।’

বিয়েটা তিনি জুন মাস বা তার আগে-পরে করেননি। করেছেন এ দিনই, আজকেই, আজ ১৩ সেপ্টেম্বর সোমবার। গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি নতুন যাপনে পা রাখলেন।

আপলোড করা বিয়ের ছবির ক্যাপশনে মাহি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মিনিট আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

গত অনেকদিনের ঝড়-ঝাপটা পেরিয়ে অবশেষে মাহিয়া মাহি স্থির হতে পারলেন। তাঁর এই নতুন যাপন সুখের হোক, শান্তির হোক। মাহিও এমনটাই চেয়েছেন সবার কাছে, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা