হোম > বিনোদন > সিনেমা

ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে অভিনয় না করার অভিযোগ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। ২০২০ সালে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিলেও শুটিংয়ের জন্য শিডিউল দেননি ববি, এমনটাই দাবি পরিচালকের।

পরিচালক জয় বলেন, ‘আমার হৃদয়ের কথা সিনেমার জন্য ববি ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।’

নির্মাতা জানান, আমার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ছিল ফাতেমা কথাচিত্র। এফডিসিতে মহরত হলেও পরবর্তী সময়ে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।

সে সময় ববির বিরুদ্ধে মৌখিকভাবে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে অভিযোগ করেছিলেন নির্মাতা জয় সরকার। তবে কোনো কিছুতেই কাজ হয়নি।

নির্মাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ববির সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। তবে একটি গণমাধ্যমে আজ ববি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। আমার হৃদয়ে কথা নামের সিনেমা সম্পর্কে তিনি কিছু জানেন না।

এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ববি। তাঁর বিরুদ্ধে নির্মাতার গায়ে হাত তোলার অভিযোগও শোনা গিয়েছিল।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি