হোম > বিনোদন > সিনেমা

ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে অভিনয় না করার অভিযোগ

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। ২০২০ সালে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিলেও শুটিংয়ের জন্য শিডিউল দেননি ববি, এমনটাই দাবি পরিচালকের।

পরিচালক জয় বলেন, ‘আমার হৃদয়ের কথা সিনেমার জন্য ববি ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।’

নির্মাতা জানান, আমার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ছিল ফাতেমা কথাচিত্র। এফডিসিতে মহরত হলেও পরবর্তী সময়ে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।

সে সময় ববির বিরুদ্ধে মৌখিকভাবে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে অভিযোগ করেছিলেন নির্মাতা জয় সরকার। তবে কোনো কিছুতেই কাজ হয়নি।

নির্মাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ববির সঙ্গে যোগাযোগ করলে কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি। তবে একটি গণমাধ্যমে আজ ববি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগটি মিথ্যা। আমার হৃদয়ে কথা নামের সিনেমা সম্পর্কে তিনি কিছু জানেন না।

এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমার নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ববি। তাঁর বিরুদ্ধে নির্মাতার গায়ে হাত তোলার অভিযোগও শোনা গিয়েছিল।

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ