সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে কয়েক দিন ধরে। তাতে আলিয়ার অঙ্গভঙ্গি খানিকটা অস্বাভাবিক। জড়িয়ে যাচ্ছে কথা। এই ভিডিও দেখে সাই গণপতি নামের এক ভারতীয় ফেসিয়াল অ্যাস্থেটিক এক্সপার্ট মন্তব্য করেছেন, সৌন্দর্য বৃদ্ধির জন্য আলিয়া নাকি বোটক্স বা কসমেটিকস সার্জারি করিয়েছেন। ফলে তাঁর চেহারা আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।
সাই গণপতির এ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে বলছেন, সাই গণপতির কাছ থেকেই নাকি বোটক্স করিয়েছেন আলিয়া। চেহারায় অস্ত্রোপচারের ফল হিসেবে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তাই কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে এ নিয়ে আলিয়া লেখেন, ‘যাঁরা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। এটা তাঁদের ব্যক্তিগত রুচি। কিন্তু এটা কী হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, বোটক্স করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গেছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে। আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। আপনারা কি মজা করছেন?’
নারীদের চেহারা নিয়ে প্রায়ই সমালোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আলিয়ার মন্তব্য, ‘নারীদের চেহারা, শরীর, ব্যক্তিগত জীবন, এমনকি স্ফীতোদর নিয়েও অনেকে খারাপ মন্তব্য করেন। আসুন, আমরা এক মিনিটের জন্য হলেও বিষয়টির প্রতিবাদ জানাই। এই ধরনের মন্তব্য মানুষের মধ্যে হীনম্মন্যতা তৈরি করে। সবচেয়ে দুঃখজনক যে নারীদের নিয়ে এমন মন্তব্য বেশির ভাগ ক্ষেত্রেই নারীদের কাছ থেকেই আসে। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন।’