ঢাকা: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম বিয়ে করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। এ বছর তাঁর পাঁচটি ছবি মুক্তির কথা ছিল। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বুথ পুলিশ’, ‘দাসবি’, ‘আ থার্সডে’র মতো বড় বাজেটের ছবি। কিন্তু এই পরিস্থিতিতে সেই আশা সুদূরপরাহত। কারণ ভারতের করোনা পরিস্থিতি। ‘মানুষের এখন জীবন নিয়ে টানাটানি, সবকিছুই অনিশ্চিত। ছবি মুক্তি স্থগিত, শুটিং স্থগিত হতে থাকলে পেশাদার শিল্পী হিসেবে আমাদেরও অনিশ্চয়তায় পড়তে হবে’ বলেন তিনি। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে করোনাকে মানবজাতির জন্য সবচেয়ে বড় শাস্তি হিসেবেও অভিহিত করেন ইয়ামি।
ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি।
এরপর ৩২ বছর বয়সী অভিনেত্রী করেছেন নানা ধরনের চরিত্র। যার মধ্যে কোনোটাতে তিনি খলচরিত্রে, কোনোটায় পুলিশ। দৈর্ঘ্যের চেয়ে ছবিতে চরিত্রের বৈচিত্র্যের দিকেই বেশি মনোযোগী হয়েছেন, ‘নানা ধরনের ছবিতে বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। সৌভাগ্যবশত বলিউডে এখন সেই ধরনের ছবি হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম এসে সুযোগ আরও বেড়েছে। ক্যারিয়ারে কখনো আশাহত হইনি, আমি যা পেয়েছি, মনে হয়েছে এটুকুরই যোগ্য আমি। নিজেকেই গড়ার চেষ্টা করেছি’ বলেন তিনি।
সর্বশেষ ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে সেখানে তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব বেশি ছিল না।