হোম > বিনোদন > বলিউড

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শাহরুখসহ হাজির ছিলেন যাঁরা

ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার শপথ গ্রহণ করেন। সেই অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করে ভারতীয় সিনেমার তারকারা হাজির হন রাষ্ট্রপতি ভবনে। শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একে একে আসতে দেখা যায় অভিনেতাদের।

দক্ষিণ ভারতের তারকা রজনীকান্ত, অক্ষয় কুমারের মতো শিল্পীরা প্রথম দিকেই এসেছিলেন। খানিক পরে সেখানে প্রবেশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তাঁর সঙ্গে দেখা যায় ধনকুবের আম্বানি পরিবারের সদস্যদেরও। অনুষ্ঠানে তাঁদের পাশেই বসেন শাহরুখ।

শপথগ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন পরিচালক রাজকুমার হিরানি, অভিনেতা অনিল কাপুর, বিক্রান্ত ম্যাসি। উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ অভিনেত্রী কঙ্গনা রনৌত প্রমুখ।

রজনীকান্ত শপথগ্রহণ অনুষ্ঠানে এসে প্রশংসাসূচক কথা বলেছেন। বিক্রান্ত জানিয়েছেন, গত ১০ বছরে তিনি মোদি সরকারের কাজে যথেষ্ট খুশি। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশির ভাগ তারকা খুশি কি না, তার প্রতিফলন সোশ্যাল মিডিয়ায় অন্তত দেখা যায়নি এ বার।

এবারের লোকসভা নির্বাচনে জয়লাভের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) শুভেচ্ছা জানিয়ে বলিউডের কিছু তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তবে সেই সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো কম। আগের বার বলিউডের থেকে মোদির প্রতি যে বিপুল শুভেচ্ছাবার্তার ঢল নেমেছিল, এবার সেই তুলনায় বেশ চুপচাপ বলিউড।

অনুপম খের, অনিল কাপুর, করণ জোহর, অজয় দেবগনের মতো কয়েকজন শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর পরে ফিল্ম ইন্ডাস্ট্রি ও মোদি সরকারের সমীকরণ কোন খাতে বইবে, তা নির্ধারিত হবে আগামী দিনে।

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের