বলিউডের তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘দৃশ্যম’ সিনেমার সিক্যুয়াল নিয়ে অনেক দিন ধরেই চলছে জল্পনা। ২০১৫ সালে মুক্তি পায় মালয়ালম ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেক। গত বছর মালয়ালম ‘দৃশ্যম ২’ মুক্তির পর থেকেই এর হিন্দি রিমেক কবে আসছে সেই অপেক্ষায় ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ‘দৃশ্যম ২’ ছবির হিন্দি রিমেক নিয়ে বড় ঘোষণা এসেছে এবার। ছবির কেন্দ্রীয় অভিনেতা অজয় দেবগন জানিয়েছেন ছবি মুক্তির তারিখ। চলতি বছরের ১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘দৃশ্যম ২’।
ছবি মুক্তির দিন ঘোষণা করে টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, ‘সবার মনোযোগ আকর্ষণ করছি! “দৃশ্যম ২” প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ নভেম্বর ২০২২।’