হোম > বিনোদন > বলিউড

সুশান্তের সেই প্রেমিকা বিয়ের পিঁড়িতে

সুশান্ত সিং রাজপুত বেঁচে থাকতেই অঙ্কিতা লোখান্ডের নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন অবশ্য সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন না অঙ্কিতা। সেই থেকেই জল্পনার সূত্রপাত। এই বিয়ে করেন তো, সেই। গত বছর সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ও হয়ে উঠেছিলেন অভিনেত্রী। তখন অবশ্য আলোচনায় ছিলেন অঙ্কিতার প্রেমিক ভিকি জৈনও। সেই প্রেমিক ভিকি জৈনের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অঙ্কিতা।

ইনস্টাগ্রামে প্রেমিক ভিকি হবু স্ত্রীয়ের সঙ্গে বিবাহপূর্ব কিছু মুহূর্তও শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা—‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত…।’

একটি ছবিতে দেখা যাচ্ছে, দরজার সামনে নাচের ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন ভিকি-অঙ্কিতা। মাথায় তাঁদের ‘মুন্ডাভালিয়া’ (মারাঠি বর এবং কনের মাথায় আড়াআড়িভাবে বাঁধা মুক্তার মালা)। অনেকের ধারণা, এই জুটি বোধ হয় বিয়ে করেই ফেলেছেন। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম অঙ্কিতার বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে খবর প্রকাশ করেছেন বিয়ে হয়নি। এই মুহূর্তে বিয়ের আয়োজন চলছে।

আগামী ১৪ ডিসেম্বর চার হাত এক হবে ভিকি-অঙ্কিতা জুটির। চার বছরের প্রেমে এবার আইনি সিলমোহর পড়বে। মুম্বাই শহরেই মোট তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই সপ্তাহ আগে থেকেই বিবাহ-পূর্ব বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেছেন অঙ্কিতা ও ভিকি।

দিন কয়েক আগে নিজের বাড়িতে বান্ধবীদের সঙ্গে ‘ব্যাচেলর পার্টি’তে (বিয়ের আগে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা) মেতেছিলেন জনপ্রিয় ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের ‘অর্চনা’। তার পরে ভিকি ও অঙ্কিতাকে মুম্বাইয়ের শহরে ঘুরে ঘুরে বিয়ের কার্ড বিতরণ করতে দেখা গিয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হতেই তাঁরা বলেছিলেন, ‘বিয়ের মাস শুরু হলো তো সবেমাত্র।’

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো