নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় বলিউড বাদশাহ শাহরুখ খানের পরিবার। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কিং খানের একগুচ্ছ অপ্রকাশিত পারিবারিক ছবি। ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেন শাহরুখ ভক্তরা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, ছবিগুলো বছর ছয়েক আগের। এতে শাহরুখ খান, স্ত্রী গৌরী খান ও তাঁদের তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রামকে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে। ছবিগুলো মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আব্রামের জন্মদিনের পার্টির সময় তোলা।
ছবিতে দেখা যায়, পরিবার ও বন্ধুদের সঙ্গে মোমবাতি নেভাচ্ছে ছোট্ট আব্রাম। পার্টিতে অনেক দিন পর শাহরুখের বোন শেহনাজকে দেখা যায়।
শাহরুখের ছোট সন্তান আব্রামের জন্ম ২০১৩ সালে। সুপারহিরোদের প্রতি আব্রামের ভালোবাসা সবারই জানা। ষষ্ঠ জন্মদিনে, ছেলের জন্য একটি কাস্টমাইজ ‘অ্যাভেঞ্জার্স’ থিম কেক উপহার দিয়েছিলেন কিং খান। কেকের প্রতিটি স্তরে আব্রামের প্রিয় চরিত্র আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্ককে উৎসর্গ করা হয়েছিল।