হোম > বিনোদন > বলিউড

নওয়াজুদ্দিনের সঙ্গে বিচ্ছেদের আগেই আলিয়ার জীবনে কে এই নতুন পুরুষ

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকীর বিবাহবিচ্ছেদের মামলা এখন ঝুলে আছে আদালতে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, এর মধ্যে আলিয়ার জীবনে এসেছে বসন্ত। অন্য এক পুরুষের সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিবাহবিচ্ছেদের আগেই কি তাহলে নতুন করে প্রেমে পড়লেন আলিয়া? বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, নওয়াজের সঙ্গে তিক্ততার অধ্যায় ভুলে জীবনে এগোতে চান তিনি।

আলিয়া বলেন, ‘আমি জীবনের সেই সব অধ্যায় পেছনে ফেলে এগিয়েছি। এই বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের নয়, সেই সম্পর্ক বন্ধুত্বের থেকে আরও কিছুটা গাঢ়। তবে আমরা এখনই একে অপরের প্রতি কোনো রকম অঙ্গীকার করতে চাই না।’

তিনি বলেন, ‘আমার দুই সন্তান এখন আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তাদের কোনোভাবেই অস্বস্তিতে ফেলতে চাই না। তবে আমার এই বন্ধু ও আমি একে অপরকে ভীষণ শ্রদ্ধা করি।’

আলিয়া আরও বলেন, ‘আমার এই সঙ্গী একজন সত্যিকারের ভদ্রলোক। তার বুদ্ধির ধার দেখেই আমি মুগ্ধ। শুধু টাকা-পয়সাই তো মানুষকে সুখী করতে পারে না, সেই ক্ষমতা শুধু মানুষেরই আছে।’

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, আলিয়ার জীবনের নতুন এই পুরুষ ইতালির বাসিন্দা। দুবাইয়ে আলিয়ার সঙ্গে পরিচয় হয় তাঁর। এ বিষয়ে আলিয়া বলেন, ‘আমরা একে অপরকে অনেক দিন ধরেই চিনি। আমরা অনেক দিনের বন্ধুও। ও আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়। তবে আমারই একটু সময় লেগেছে ওর দিকে মনোযোগ দিতে।’

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ

‘সিনেমা বানিয়েও এত টাকা পাইনি’, ইউটিউবে বিপুল আয় ফারাহ খানের