হোম > বিনোদন

ছাত্র আন্দোলনের সময় যে গান লিখেছিলেন হায়দার হোসেন

গানে গানে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরেন সংগীতশিল্পী হায়দার হোসেন। অসুস্থতার কারণে এখন আর আগের মতো গান গাইতে পারেন না তিনি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকতে পারেননি। অসুস্থতার মাঝেই তৈরি করেছিলেন নতুন গান। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সে সময় গানটি প্রকাশ করতে পারেননি তিনি। অবশেষে গতকাল বুধবার প্রকাশ করেছেন ‘আমি লিখতে চাইনি’ শিরোনামের গানটি।

ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে হায়দার হোসেন লিখেছেন, ‘এই গানটি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য। ১৮ জুলাই আপলোড করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আপলোড করলাম।’

কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হায়দার হোসেনের আরেকটি নতুন গান। ‘বিজয় উল্লাস’ শিরোনামের গানটি লেখা ও সুর হায়দার হোসেনের। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। হায়দার হোসেনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাটি ব্যান্ডের ভোকাল মিরাজ খান।

হায়দার হোসেন বলেন, ‘অনেক জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা। শাসকের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আজ আমরা উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে—এই আনন্দকে ধরে রাখতে হবে। এই আনন্দকে ধরে রাখতে আমাদের অনেক কাজ এখনো বাকি। বিজয় উল্লাস গানটি সে কথাই বলছে।’

খালেদা জিয়ার প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

হিট সিনেমার সংখ্যা বেড়েছে

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

তিন প্রজন্মের গল্পে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা