হোম > বিনোদন

ছাত্র আন্দোলনের সময় যে গান লিখেছিলেন হায়দার হোসেন

গানে গানে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরেন সংগীতশিল্পী হায়দার হোসেন। অসুস্থতার কারণে এখন আর আগের মতো গান গাইতে পারেন না তিনি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকতে পারেননি। অসুস্থতার মাঝেই তৈরি করেছিলেন নতুন গান। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সে সময় গানটি প্রকাশ করতে পারেননি তিনি। অবশেষে গতকাল বুধবার প্রকাশ করেছেন ‘আমি লিখতে চাইনি’ শিরোনামের গানটি।

ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে হায়দার হোসেন লিখেছেন, ‘এই গানটি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য। ১৮ জুলাই আপলোড করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আপলোড করলাম।’

কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হায়দার হোসেনের আরেকটি নতুন গান। ‘বিজয় উল্লাস’ শিরোনামের গানটি লেখা ও সুর হায়দার হোসেনের। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। হায়দার হোসেনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাটি ব্যান্ডের ভোকাল মিরাজ খান।

হায়দার হোসেন বলেন, ‘অনেক জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা। শাসকের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আজ আমরা উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে—এই আনন্দকে ধরে রাখতে হবে। এই আনন্দকে ধরে রাখতে আমাদের অনেক কাজ এখনো বাকি। বিজয় উল্লাস গানটি সে কথাই বলছে।’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ