হোম > বিনোদন > সিনেমা

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হচ্ছে আবার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিংয়ে গাজী রাকায়েত, পপিসহ নির্মাতা ও কলাকুশলীরা

২০১৮ সালে শুরু হয়েছিল আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং। তবে এখনো শুটিং শেষ করতে পারেননি নির্মাতা। আটকে আছে নানা জটিলতায়। অবশেষে সাত বছর পর আবার শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। তবে বদলে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। নতুন প্রতিষ্ঠানের ব্যানারে হবে সিনেমার বাকি অংশের কাজ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তাঁর উপন্যাসের জনপ্রিয় চরিত্র নিয়ে সাজানো হয়েছে কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমার কাহিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে ছিলেন গাজী রাকায়েত, ফেরদৌস আহমেদ, সাদিকা পারভীন পপি, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, তমা মির্জা প্রমুখ। নির্মাতা জানান, ২০১৮ সালে প্রায় ৪০ শতাংশের বেশি শুটিং হয়েছিল। বেশ কিছু শিল্পী পরিবর্তন করে আবার শুরু হবে সিনেমার কাজ।

কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমায় গাজী রাকায়েত আছেন শরৎচন্দ্রের ভূমিকায়। দেবদাস চরিত্রে ফেরদৌস আহমেদ এবং পার্বতীর চরিত্রে সাদিকা পারভীন পপি। দুই দিন শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফেরদৌস ও পপি। তবে এখন দুজনেই আছেন শোবিজ থেকে দূরে। এত দিন তাঁদের অপেক্ষায় ছিলেন নির্মাতা। এখন সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের না পেলে নতুন কাউকে নিয়ে কাজ শেষ করবেন। এ বছরের শেষ দিকে নতুনভাবে শুরু হবে শুটিং।

নির্মাতা আরিফুর জামান আরিফ বলেন, ‘পপির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। কোনো খোঁজ পাইনি। সম্প্রতি তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি আটকে থাকা সিনেমার জন্য দুঃখপ্রকাশ করেছেন। এখনো চেষ্টা করছি তাঁকে নিয়েই কাজটি শেষ করতে। না পেলে নতুন শিল্পীকে নিয়েই শুরু করব। আর ফেরদৌস ভাই এই মুহূর্তে দূরে আছেন। তাই তাঁর জায়গাতেও নতুন কাউকে নেওয়ার পরিকল্পনা করছি। অন্য অভিনয়শিল্পীদের সঙ্গেও যোগাযোগ চলছে। সবাই চান, সিনেমাটি শেষ হোক। সবার সঙ্গে কথা বলে শিডিউল তৈরি করব।’

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

ঢাকা চলচ্চিত্র উৎসবের বিচারক আফসানা মিমি

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

রুবাইয়াত হোসেনের সিনেমায় বাঁধন, শিমু ও সুনেরাহ

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মৌ খান

সৌদিতে সিনেমার উৎসবে ঐশ্বরিয়া

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স