হোম > বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যক্রম স্থগিতের নির্দেশ

আব্দুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দিয়েছিলেন আদালত। সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে ৯ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন মেয়াদের নির্বাচন। তাই ওই নির্বাচনের যাবতীয় কার্যক্রম ও ফলাফল স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। ১২ মে দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালত এই আদেশ দেন। সেই সঙ্গে আদালতের আদেশ ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি করা হয়েছে।

গঠনতন্ত্র না মেনে নির্বাচন আয়োজন করায় আদালতে মামলাটি করেন চলচ্চিত্র পরিচালক ও সংগঠনের সাবেক নেতা বদিউল আলম খোকন। ৮ মে সমিতির নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু জানান, ৮ মে বিকেল ৫টা পর্যন্ত তিনি কোনো নিষেধাজ্ঞার কাগজ পাননি। তাই নির্বাচন স্থগিত করা হয়নি।

জানা গেছে, ৮ মে সন্ধ্যার পর আদালত থেকে পরিচালক সমিতির নির্বাচনের স্থগিতাদেশ জারি করা হয়। ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন গণমাধ্যমকে জানান, জারিকারক আদালত থেকে আব্দুল লতিফ বাচ্চুর বাসায় গিয়ে স্থগিতাদেশ পৌঁছে দিয়েছিলেন।

উল্লেখ্য, পরিচালক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন শাহীন সুমন আর মহাসচিব পদে শাহীন কবির টুটুল।

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি