হোম > বিনোদন > বলিউড

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

অভিষেক বচ্চন , ঐশ্বরিয়া রাই বচ্চন ও অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্লগে গুঞ্জন নিয়ে লিখলেন অমিতাভ বচ্চন।

ব্লগে বিগ-বি স্পষ্টভাবে ‘অনুমান’ বা গুঞ্জন সম্পর্কে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়াতে চলা অভিষেক-ঐশ্বরিয়ার আলাদা হওয়ার গুঞ্জনের মধ্যে এমন পোস্ট তা অনুমান করা যেতেই পারে। পোস্টে এই অভিনেতা অসত্য তথ্য মানুষের ওপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে তা নিয়ে লিখেছেন।

প্রবীণ এই অভিনেতা লিখেছেন, ‘গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। যাচাইয়ের প্রয়োজন হয় তাদের, যারা নিজেদের ব্যবসা ও পেশার বাণিজ্যিক দিক নিশ্চিত করতে চায়। আমি তাদের পেশায় থাকার ইচ্ছাকে চ্যালেঞ্জ করব না এবং আমি সমাজে তাদের সেবা করার প্রচেষ্টাকে প্রশংসা করব।’

অভিনেতা এ-ও বলেন, ‘আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’

এদিকে বুধবার রাতে ঐশ্বরিয়া তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনের ১৩তম জন্মদিনের অনুষ্ঠানের কিছু আনন্দময় ছবি শেয়ার করেছেন। তবে ছবিগুলোতে অভিষেক বচ্চনের অনুপস্থিতি আবারও ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে ঐশ্বরিয়ার এক পারিবারিক অনুষ্ঠানেও অভিষেক বচ্চনকে অনুপস্থিত দেখা গিয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, ঐশ্বরিয়া তাঁর মায়ের সঙ্গে আলাদা বসবাস করছেন।

খবর রটে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি শুরু। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়ায় বউমা ঐশ্বরিয়া চটে যান। এ নিয়ে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলে বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া। এর মধ্যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা।

এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাঁদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে। অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। ২০১১ সালের নভেম্বরে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

‘মিশন: ইম্পসিবল’সহ এসেছে যেসব সিনেমা-সিরিজ

বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেন কনা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা