হোম > বিনোদন

অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল শুক্রবার বিকেলে বের হয়ে এখনো ফেরেননি লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। এরই মধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাবা নিখোঁজ হওয়ার বিষয়টি আজ শনিবার সকাল ১০টার দিকে ফেসবুকে প্রথম জানান প্রসূন আজাদ। এক পোস্টে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’

এর দেড় ঘণ্টা পর অভিনেত্রী ফেসবুকে আবার বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’

বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’

এ ঘটনায় ডিএমপির শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজাদ হোসেনের স্ত্রী শাহানা বেগম এই ঘটনায় জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাঁকে আবার দেখা যায়।

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

আরব সিনেমার উত্থানের বছর

নতুন ৪ নাটক নিয়ে ঢাকার মঞ্চে ৪ নির্দেশকের অভিষেক

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

‘ফেলুদা’, ‘স্ট্রেঞ্জার থিংস’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ টিএসসিতে চতুর্দশ সঞ্জীব উৎসব

বড়দিনের টিভি আয়োজন