হোম > বিনোদন

নতুন ৪ নাটক নিয়ে ঢাকার মঞ্চে ৪ নির্দেশকের অভিষেক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘কাঁটায় কাঁটায়’ নাটকের দৃশ্য। ছবি: স্পর্ধা একাডেমির সৌজন্যে

রাজধানীর গুলশান-২-এর স্পর্ধা অ্যাটেলিয়ারে চারটি নতুন নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা একাডেমি অব পারফর্মিং আর্টস। চারটি নাটক প্রযোজনার মধ্য দিয়ে নির্দেশনায় অভিষেক হচ্ছে চারজন নবীন থিয়েটার পরিচালকের। নির্দেশক চারজন হলেন আহমেদ অপু, ফারিহা জান্নাত মিম, অনিরুদ্ধ অনু ও শাহানাজ পারভীন জোনাকি। প্রযোজনা চারটি হলো ‘কাঁটায় কাঁটায়’, ‘ক্যামেরা কাউকে ভালোবাসে না’, ‘শব্দ, শব্দ, শব্দ’ এবং ‘চাকরিপ্রার্থী’।

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে নাটক চারটির প্রদর্শনী। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হয়েছে হ্যারল্ড পিন্টারের ‘প্রিসাইসলি’ অবলম্বনে আহমেদ অপু নির্দশিত কাঁটায় কাঁটায়। রাত সাড়ে ৮টায় মঞ্চায়িত হয়েছে ডালিয়া তাহারের ‘ক্যামেরা ডাজন্ট লাভ এনিওয়ান’ অবলম্বনে ফারিহা জান্নাত মিম নির্দেশিত ক্যামেরা কাউকে ভালোবাসে না। আজ সন্ধ্যা ৬টায় মঞ্চায়িত হবে ডেভিড আইভসের ‘ওয়ার্ডস ওয়ার্ডস ওয়ার্ডস’ অবলম্বনে অনিরুদ্ধ অনু নির্দেশিত শব্দ, শব্দ, শব্দ এবং সাড়ে ৮টায় হ্যারল্ড পিন্টারের ‘অ্যাপ্লিকেন্ট’ অবলম্বনে রচিত শাহানাজ পারভীন জোনাকি নির্দেশিত চাকরিপ্রার্থী।

স্পর্ধা একাডেমি ছয় ধাপের একটি নির্দেশনা কোর্সের আয়োজন করেছিল। কোর্সটি পরিচালনা করেছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। কোর্সের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থী আলাদা করে একটি নাটক বেছে নিয়ে, নিজের ভাবনায় নির্দেশনা দিয়েছেন। এই আয়োজনে নতুন প্রজন্মের পরিচালকদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও কাজ দেখার সুযোগ থাকবে বলে মনে করছে স্পর্ধা। প্রতিটি নাটকের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০ মিনিট।

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

‘ফেলুদা’, ‘স্ট্রেঞ্জার থিংস’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ টিএসসিতে চতুর্দশ সঞ্জীব উৎসব

বড়দিনের টিভি আয়োজন

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন