হোম > বিনোদন > টেলিভিশন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে তানিম নূরের ‘উৎসব’। ঈদের দিন থেকে সিনেমার কলাকুশলীরা সিনেমা হলে ছুটে বেড়ালেও দেখা যায়নি সিনেমার অন্যতম অভিনেতা জাহিদ হাসানকে। খোঁজ নিয়ে জানা গেল, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এই অভিনেতা। এই কারণে সিনেমার প্রচারে নামতে পারেননি তিনি।

জাহিদ হাসানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তিনি জানান, হঠাৎ ঠান্ডা লেগে জ্বর আসে জাহিদ হাসানের। এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে ঈদের আগের দিন হাসপাতালে জাহিদ হাসানকে ভর্তি করা হয়েছে।

মৌ আরও জানান, আগে থেকেই জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে। ঠান্ডা থেকেই অসুস্থ হয়ে পরেন তিনি। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটা ভালো। এর আগে গত বছর জানুয়ারিতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাহিদ হাসান।

চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি। এতে কৃপণ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর তিন আত্মার চরিত্রে আছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিম।

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি