হোম > বিনোদন

শহীদদের স্মরণে আজ প্রাচ্যনাটের লালযাত্রা

ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক কালো রাত ২৫ মার্চ। ১৯৭১ সালের সেই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালায় নিরীহ বাঙালির ওপর। ভয়াল সেই কালরাতে শহীদ হওয়া অসংখ্য বাঙালির স্মরণে ২০১১ সাল থেকে প্রতিবছর লালযাত্রার আয়োজন করে নাট্য সংগঠন প্রাচ্যনাট। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম। 

শহীদদের স্মরণে স্বাধীনভাবে ঐক্যের বন্ধনে হেঁটে যাওয়ার উদ্দেশ্যেই ‘লালযাত্রা’। আজ শনিবার ২৫ মার্চ বিকেল ৪টায় প্রাচ্যনাটের উদ্যোগে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে সবান্ধব হেঁটে যাবে স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। 

এ সময় গাওয়া হবে ‘ধনধান্য পুষ্প ভরা’সহ দেশের গান। স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হবে এবারের লালযাত্রা। 

লালযাত্রার ভাবনা যাঁর মাথা থেকে, সেই রাহুল আনন্দ জানিয়েছেন, ‘প্রতিবছর ২৫ মার্চ দিনটায় প্রাচ্যনাট ও বন্ধুরা মিলে আমরা সব শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ২০১১ সালে আমরা শুরুটা করেছিলাম একাত্তরের কালরাতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে। তারপর থেকে ভাষার জন্য যাঁরা জীবন দিলেন, রক্ত দিলেন; মুক্তিযুদ্ধের আগে ও পরে যাঁরা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন—সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এই ‘লালযাত্রা’। 

প্রাচ্যনাটের পক্ষ থেকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়, ‘প্রতিবারের মতোই এবারের আয়োজনেও সবাই আমাদের সঙ্গী হবেন, হাতে হাত রেখে প্রাচ্যনাট সবান্ধব হেঁটে যাবে—এটাই প্রত্যাশা করি।’

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এথিক নাট্যদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা পাচ্ছেন ১৭ নাট্যকর্মী

‘যত কাণ্ড কলকাতাতেই’, ‘দ্য নাইট ম্যানেজার’সহ মুক্তি পাচ্ছে যেসব সিনেমা-সিরিজ

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’