হোম > বিনোদন > হলিউড

নোলানের সিনেমার জন্য পিছিয়ে গেল ‘স্পাইডার-ম্যান ফোর’

বিনোদন ডেস্ক

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

কথা ছিল ২০২৬ সালের ২৪ জুলাই আসবে আলোচিত ফ্রাঞ্চাইজি স্পাইডার-ম্যানের চতুর্থ পর্ব। তবে পরিবেশক প্রতিষ্ঠান সনি পিকচার্স গতকাল জানিয়ে দিল, প্রত্যাশিত তারিখে আসছে না ‘স্পাইডার-ম্যান ফোর’। এক সপ্তাহ পিছিয়ে সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই। এ ঘোষণা এল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণার পর। দুই সিনেমাতেই থাকবেন টম হল্যান্ড।

দ্য ওডিসি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই। নোলানের সর্বশেষ সিনেমা ‘ওপেনহাইমার’ ২০২৩ সালে বক্স অফিসে ব্যাপক জোয়ার এনে দিয়েছিল। আয় করেছিল প্রায় এক বিলিয়ন ডলার। ওপেনহাইমারের তোড়ে ভেসে গিয়েছিল কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’। দ্য ওডিসি নিয়েও এমন উত্তেজনা থাকবে, আশা সবার। এ সিনেমার পরের সপ্তাহেই মুক্তির কথা ছিল স্পাইডার-ম্যানের। দুই সিনেমার বক্স অফিস সংঘর্ষ এড়াতে তাই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে স্পাইডার-ম্যানকে। এতে প্রথম দুই সপ্তাহ বক্স অফিসে একাই রাজত্ব করার সুযোগ পাবে দ্য ওডিসি।

স্পাইডার-ম্যান সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। ২০০ মিলিয়নে তৈরি সিনেমাটি আয় করেছিল প্রায় দুই বিলিয়ন ডলার। তবুও পরের কিস্তির ঘোষণা দিতে অনেকটা সময় নিচ্ছিল মার্ভেল স্টুডিওস। অবশেষে কয়েক মাস আগে নতুন পর্বের ঘোষণা আসে, জানানো হয় টম হল্যান্ডই হবেন পরের কিস্তির স্পাইডার-ম্যান। পরিচালনা করবেন ‘শ্যাং-চি’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’খ্যাত নির্মাতা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। আর কারা থাকবেন অভিনয়ে, জানানো হয়নি। এমনকি গত তিন পর্বে অভিনয় করা জেন্ডায়া নতুন পর্বে থাকবেন কি না, তাও নিশ্চিত নয়। এ বছরের মাঝামাঝি সময় থেকে শুটিং শুরু হওয়ার কথা।

স্পাইডার-ম্যান ফোরের তুলনায় দ্য ওডিসির কাজ অনেকটাই এগিয়ে আছে। শুটিং যদিও এখনো শুরু হয়নি। তবে মুখ্য চরিত্র ওডিসিয়াসের অভিনেতা ম্যাট ডেমনের লুক প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ঠিক হয়ে গেছে অন্য অভিনয়শিল্পীরাও। গ্রিক কবি হোমারের ‘দ্য ওডিসি’ মহাকাব্য অবলম্বনে সিনেমাটি বানাচ্ছেন ক্রিস্টোফার নোলান। এতে ম্যাট ডেমন ও জেন্ডায়ার সঙ্গে আরও থাকবেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন প্রমুখ।

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিলেন নেমো

জয়া ও রুনার ফটোশুট নিয়ে চুমকির সমালোচনা

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

বিজয় দিবসের নাটকে মৌ

পুরস্কার পেল ‘সুলতানার স্বপ্ন’

১০ হাজার কোটিতে আধুনিক শহর বানাচ্ছেন সালমান

‘ম্যান ভার্সেস বেবি’সহ মুক্তি পেল যেসব সিনেমা-সিরিজ

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’