হোম > বিনোদন > টেলিভিশন

মা গুলতেকিনের সঙ্গে প্রথমবার টিভিতে নুহাশ হুমায়ূন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। ছবি: মাছরাঙার সৌজন্যে

প্রথমবার টিভি পর্দায় একসঙ্গে আসছেন গুলতেকিন খান ও তাঁর ছেলে নুহাশ হুমায়ূন। ঈদ উপলক্ষে তৈরি মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ পর্বে দেখা যাবে তাঁদের। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পরদিন সকাল ৭টায়।

রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদে তাঁরা একসঙ্গে দেশে ঈদ করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা তাঁরা জানিয়েছেন রাঙা সকালের ঈদ আয়োজনে। এবারই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তাঁরা। আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।

রাঙা সকাল দিয়ে টিভিতে প্রথমবার একসঙ্গে হলেও এর আগে পর্দার পেছনে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁদের। চলতি বছর গোড়ার দিকে ‘২ষ’ সিরিজে প্রথম একসঙ্গে কাজ করেন গুলতেকিন খান ও নুহাশ হুমায়ূন। নুহাশ পরিচালিত ২ষ সিরিজের তিনটি গল্প লিখেছিলেন গুলতেকিন। সেবারই প্রথম কোনো সিরিজের গল্প লেখেন তিনি। তবে লেখক হিসেবে গুলতেকিনের যাত্রা শুরু ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে। পরবর্তী সময়ে তাঁর কাব্যগ্রন্থ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

প্রথমবার মঞ্চে একক অভিনয়ে চিত্রলেখা গুহ

‘হক’সহ মুক্তির তালিকায় একগুচ্ছ সিনেমা-সিরিজ

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

ভালো কাটুক নতুন বছর

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

দুই পরিবারের বৈরিতার গল্প নিয়ে ধারাবাহিক ‘বিশ্বাস বনাম সরদার’

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

২০২৫ সালে যাঁদের হারিয়েছি

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা