হোম > বিনোদন

গুলির শব্দে ঘুম ভেঙে গিয়েছিল সালমান খানের

দুই মাস হয়ে গেছে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার। গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তের সার্থে এবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সালমান খান ও তাঁর ভাই আরবাজ খানকে। ভারতীয় গণমাধ্যমকে এক তদন্ত কর্মকর্তা জানিয়েছে, গুলি চলার সময় অভিনেতা এবং তাঁর পরিবারের সদস্যরা বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁদের বাড়িতে উপস্থিত ছিলেন।

সালমান খান পুলিশকে জানিয়েছেন, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠেছিলেন। কী হচ্ছে দেখার জন্য ব্যালকনিতে গিয়ে দেখেন বাইরে কেউ নেই। বিবৃতিতে, সালমান খান বাড়িতে গুলি চালানোর ঘটনায় তার পরিবারের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে বাইরে ঘোরাফেরার ক্ষেত্রে সালমানের ওপর কিছু শর্ত আরোপ করেছিল মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চ। তবে সালমান তা মানতে নারাজ। ১৮ জুন থেকে ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন রাশমিকা মান্দানা।

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

অ্যাভাটারের পরবর্তী পর্বে থাকবেন মিশেল ইয়ো

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

শীতার্ত মানুষের জন্য গাইবে চার ব্যান্ড

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

‘আঁতকা’, ‘তস্করি’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

বিয়ে করলেন জেফার ও রাফসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা