হোম > বিনোদন

সিজেএফবির নতুন কমিটি ঘোষণা

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন—কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫তম কার্যনির্বাহী কমিটির সভায় এসএ টিভির বার্তা সম্পাদক এনাম সরকারকে সভাপতি এবং দৈনিক আজকের পত্রিকার বিনোদন বিভাগীয় প্রধান এম এস রানাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট ২০২৪-২৫ মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটির সহসভাপতি পদে রয়েছেন এটিএন বাংলার অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান মাসুম এবং দৈনিক সমকালের সাব–এডিটর রাসেল আজাদ বিদ্যুৎ। প্রধান উপদেষ্টা পদে রয়েছেন রেডিও আমারের হেড অব প্রোগ্রাম তামিম হাসান, উপদেষ্টা পদে দৈনিক খবরের কাগজের ফিচার সম্পাদক খালেদ আহমেদ এবং প্রবাস টিভি-কানাডার বার্তা সম্পাদক দীন ইসলাম। যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্তের সাব–এডিটর ও ঢাকা মেইলের জয়েন্ট নিউজ এডিটর আলমগীর কবির, এসএ টিভির ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপক শাকিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন পাক্ষিক আনন্দ লহরীর নির্বাহী সম্পাদক জাহিদ শাওন, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ডেইলি নিউজিয়ামডটকমের সম্পাদক শারমিন জাহান। প্রচার সম্পাদক হয়েছেন মীর নাসিফ আক্তার শুভ (নিউজ রুম এডিটর যমুনা টিভি), দপ্তর সম্পাদক এমদাদুল হক মিল্টন (সাব–এডিটর, দৈনিক সমকাল), সাহিত্য সম্পাদক নাজমুল আহসান তালুকদার (নিউজ রুম এডিটর, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম), ক্রীড়া সম্পাদক সানজানা আইভী (স্টাফ করসপনটেন্ড, যমুনা টিভি), অর্থ সম্পাদক মেহনাজ পারভীন (আর্টিকেল নাইনটিন) এবং আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক বিশাল চৌধুরী শামিম (স্টাফ করসপনটেন্ড, রেডিও আমার)।

এ ছাড়া, নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুজাহিদ সামিউল্লাহ (দৈনিক মানবজমিন), মাহবুব হাসান জ্যোতি (নাগরিক টিভি), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক বাংলা), শেখ আরিফ বুলবন (ডেইলি নিউ ন্যাশন), সুমন মোস্তাফা (নিউজজি ২৪), মৃণাল কুমার বন্দে (ইউএসএ অনলাইন) ও তন্ময় কুমার রায় (এখন টিভি)।

১৭ অক্টোবর সিজেএফবির গুলশান কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিজেএফবির নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালে সক্রিয় সাংবাদিকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে সিজেএফবি।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট