হোম > বিনোদন > টেলিভিশন

শুটিং সেটে আহত অপূর্ব, ফারিণ ও পাভেল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হাউ সুইট ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে আহত হন তাঁরা। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন হাউ সুইটের নির্মাতা কাজল আরেফিন অমি।

জানা গেছে রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইটের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার বিষয়টি জানিয়ে ফেসবুকে অমি লেখেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সুস্থ আছেন। আপাতত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারব।’

হাউ সুইট দিয়ে তিন বছর পর ওটিটির কোনো কাজে জুটি হয়ে কাজ করছেন অপূর্ব ও ফারিণ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।

পাভেল। ছবি: সংগৃহীত

এদিকে ২০ ডিসেম্বর প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার ট্রেলার।

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট