এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি নিজেই আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমি গতকালই (রোববার) পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি।
এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২০ জন কর্মকর্তা পদত্যাগ করলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না থাকায় সরকার পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালককে ২৪ ঘণ্টার ভেতরে পদত্যাগের আল্টিমেটাম দেন। আল্টিমেটামের চার ঘণ্টার মধ্যেই উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি, একটি হলের প্রভোস্ট, দু’জন হাউস টিউটর পদত্যাগের ঘোষণা দেন।