হোম > শিক্ষা > ক্যাম্পাস

১৮৯ বছরে ঢাকা কলেজিয়েট স্কুল

মেহেরাবুল ইসলাম সৌদিপ

প্রায় ১৮৯ বছর আগে ১৮৩৫ সালের ১৫ জুলাই অখণ্ড ভারতে সরকারি বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল ঢাকা কলেজিয়েট স্কুল। ঢাকার সদরঘাটের ১ নম্বর লয়াল স্ট্রিটে এটি অবস্থিত। এটি ছিল বাংলার প্রথম সরকারি স্কুল।

ঢাকা কলেজিয়েট স্কুলে প্রভাতি ও দিবা শাখা মিলিয়ে একজন প্রধান শিক্ষক, দুজন সহকারী প্রধান শিক্ষক এবং ৫০ জন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২১৬।

বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি রয়েছে ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক প্রতিযোগিতার মতো বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম।
এই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন ডা. জেমস টেইলর। রিজ নামের একজন দক্ষ ইংরেজ শিক্ষক ছিলেন কলেজিয়েট স্কুলের প্রথম প্রধান শিক্ষক। প্রথমে এর নাম ছিল ঢাকা ইংলিশ সেমিনারি। ১৮৪১ সালে এই সেমিনারি থেকে ঢাকা কলেজের জন্ম হলে স্কুল শাখাটির নাম রাখা হয় ঢাকা কলেজিয়েট স্কুল। এরপর কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে বিদ্যালয়টি ১৯০৮ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। ১৯০৮ সালের জুলাই মাসে এটিকে বিদ্যালয় পরিদর্শকের তত্ত্বাবধানে নেওয়া হয়। তখন থেকে ঢাকা কলেজিয়েট স্কুল জিলা স্কুলের মর্যাদা পেয়ে আসছে।

ভারতীয়দের মধ্যে প্রথম প্রধান শিক্ষক হন কৈলাস চন্দ্র ঘোষ। পরে রত্নমণি গুপ্ত (১৮৮৮-১৮৯৬) এই বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পান। ওই সময় বিদ্যালয়টির শিক্ষার্থীরা বাংলা, বিহার, উড়িষ্যা ও আসাম নিয়ে গঠিত বেঙ্গল প্রেসিডেন্সিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়বার এন্ট্রান্স পরীক্ষায় আটবার প্রথম হয়। দেশভাগের পর স্বাভাবিকভাবে এটি পূর্ব পাকিস্তানে চলে আসে। সেই আমলে সিএসপি ও ইপিসিএস অফিসারদের মধ্যে অনেকে ছিলেন এই স্কুলের সাবেক শিক্ষার্থী। সে সময় বিদ্যালয়টির ভবনে চালু করা হয় স্টেট ব্যাংক অব পাকিস্তান। আর বিদ্যালয়টিকে অন্য ভবনে সরিয়ে নেওয়া হয়।

ঢাকা কলেজিয়েট স্কুলের ইতিহাস মানেই পূর্ব বাংলা তথা বাংলাদেশে শিক্ষা বিস্তারের সফল ইতিহাস। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এই স্কুলের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে।

ঢাকা কলেজিয়েট স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, রূপকল্প ২০৪১-এর কথা বিবেচনায় রেখে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়েছে। এখন এটি ডিজিটাল বিদ্যালয়। শিক্ষা ব্যবস্থাপনার সব কাজ বিদ্যালয়ের সফটওয়্যারে করা হয়। ফলে অভিভাবকেরা তাঁদের সন্তানদের শিক্ষাসংক্রান্ত খবরাখবর তাৎক্ষণিক পেয়ে থাকেন।

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. রইছ ও সম্পাদক ড. ইমরানুল

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা