হোম > শিক্ষা > ক্যাম্পাস

মেঘমল্লার ভোট দেবেন শারীরিক শিক্ষা কেন্দ্রে, ফরহাদ কোথায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘমল্লারকে দেখতে হাসপাতালে শিবিরের ফরহাদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় হল সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দেবেন, তার তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রার্থীদের হল অ্যাটাচমেন্ট প্রকাশ করা হয়।

অ্যাটাচমেন্ট অনুযায়ী, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোট দেবেন ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রের নিচতলায়। ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ভোট দেবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়।

এ ছাড়া বাগছাস-সমর্থিত প্যানেলের বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন সিনেট ভবন কেন্দ্রে, ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা ভোট দেবেন সিনেট ভবন কেন্দ্রে। বাম জোটের প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন।

জিএস প্রার্থীদের মধ্যে ভোট দেবেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু শারীরিক শিক্ষা কেন্দ্রের ইনডোর গেমস রুমে, ছাত্রদল-সমর্থিত প্যানেলের তানভীর বারী হামিম, শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এস এম ফরহাদ উদয়ন স্কুলের মাঝখানের সিঁড়ির দ্বিতীয় তলায়, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদার কার্জন হল পরীক্ষাকেন্দ্রে, স্বতন্ত্রের আল সাদী ভূঁইয়া, আরাফাত ও আশিক উদয়ন স্কুলের পশ্চিম পাশের দ্বিতীয় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নম্বর কক্ষে ভোট দেবেন।

জকসু নির্বাচন: ইশতেহারে অগ্রাধিকার দ্বিতীয় ক্যাম্পাস

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত