হোম > শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চশিক্ষায় গবেষণা কাজকে আরও এগিয়ে নিতে ‘জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’ কার্যক্রম শুরু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং সেন্টার ফর রিচার্স ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশনের উদ্যোগে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইজড প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ আজ শনিবার জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম’র উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জার্নাল প্রকাশের কাজ হয়ে আসলেও মানসম্মত জার্নাল এখনো তৈরি হয়নি। গ্রিন ইউনিভার্সিটির এই প্রকাশনা নিঃসন্দেহে দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও সুনাম বয়ে আনবে। 

অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকির বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে তো বটেই, বাংলাদেশের প্রেক্ষাপটেও গবেষণা একটি চ্যালেঞ্জ। গ্রিন ইউনিভার্সিটির জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম উল্লেখযোগ্য অবদান রাখবে। 

গ্রিন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. সাইফুল আজাদের তত্ত্বাবধানে বিভাগীয় শিক্ষক তানপিয়া তাসনিম, মোজদাহের আব্দুল কাদের ও মোনতাসের আব্দুল কাদের জার্নাল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি