হোম > শিক্ষা

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের ফেলোশিপ পেলেন খুবি শিক্ষক

খুবি প্রতিনিধি

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাত। গত বুধবার ফেলোশিপ কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।

এআইবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি নাগরিকদের পেশাদার উন্নয়ন এবং গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামে বাংলাদেশর চারজন শিক্ষাবিদ এআইবিএস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন। এদের মধ্যে তিনি একজন। 

পেশাদার উন্নয়ন ফেলোশিপের প্রাপকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রবিউল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইসলাম অভি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক তানজিল সওগাত। 

জানা যায়, ভিজিটিং ফেলো হিসেবে এসব বাংলাদেশি স্কলার তাঁদের হোস্ট বিশ্ববিদ্যালয়ে মার্কিন ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে কাজ করবেন। কাজের মধ্যে রয়েছে গবেষণার অ্যাজেন্ডা তৈরি করা, লাইব্রেরি সুবিধা ব্যবহার করা, একাডেমিক লেখার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করা এবং প্রকাশনা। 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তানজিল সওগাত বলেন, ‘এটি আমার জন্য একটি গর্বের বিষয় যে আমি আমার বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আমি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং নগরায়ণের ফলাফল শেয়ার করব। আমার লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ গড়ে তোলা।’ 

 

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)