হোম > শিক্ষা

সিঙ্গা স্কলারশিপে আবেদন শুরু

সিঙ্গাপুরের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়কে একত্র করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডির জন্য স্কলারশিপ দিচ্ছে দেশটির সরকার। এর নাম সিঙ্গা স্কলারশিপ। সিঙ্গাপুরের সরকারি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। 

সিঙ্গা স্কলারশিপ যেকোনো শিক্ষার্থীর জন্য শিক্ষা, গবেষণা ও চাকরির একটি আকর্ষণীয় সুযোগ। সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় রয়েছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। এই স্কলারশিপের আওতাভুক্ত পিএইচডির বিষয়গুলো হলো: বায়োমেডিকেল সায়েন্সেস, কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সায়েন্সেস এবং ফিজিক্যাল সায়েন্সেস। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। 

সুযোগ-সুবিধা

  • প্রতি মাসে উপবৃত্তি বাবদ ২ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান।
  • পরীক্ষায় পাস করলে এটি বেড়ে দাঁড়াবে ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হবে।
  • এককালীন বিমানভাড়া হিসেবে ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার বা প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা প্রদান।
  • এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করা হবে।
  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 

অন্যান্য খরচ
সিঙ্গাপুরে থাকতে হলে কিছু খরচ নিজেকেই দিতে হবে। যেমন সিঙ্গাপুরের ইউনিভার্সিটিগুলোর ক্যানটিনে খাওয়ার খরচ মাসে ২৫০ থেকে ৩৫০ সিঙ্গাপুর ডলার বা ২০ হাজার থেকে ২৯ হাজার টাকা। ক্যাম্পাসের বাইরে থাকলে খরচ মাসে ৪৫০ থেকে ৬০০ সিঙ্গাপুর ডলার বা ৩৭ হাজার থেকে ৪৯ হাজার টাকা। থাকার খরচ ৪০০ থেকে ৭০০ ডলার বা ২৯ হাজার থেকে ৫১ হাজার টাকা। যাতায়াত, থাকা-খাওয়া ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিস কেনা বাবদ এখানে জীবনযাত্রার খরচ মাসে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার সিঙ্গাপুর ডলার, যা ১ লাখ ১৪ হাজার থেকে ১ লাখ ৬৩ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা

  • সিঙ্গাপুরে পড়াশোনার পূর্ব অভিজ্ঞতা থাকলে চলবে না।
  • আন্তর্জাতিক নাগরিক হতে হবে।
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। ইংরেজির দক্ষতা হিসেবে আইইএলটিএস বা টোফেল পরীক্ষা দিতে হবে ৷
  • স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
  • একাডেমিক রেফারি থেকে ভালো রিপোর্ট পেতে হবে।
  • বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে ৷ 

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর পাসপোর্ট।
  • আবেদনকারীর ছবি।
  • ইংরেজিতে লেখা স্নাতক ও স্নাতকোত্তরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সিভি।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • দুটি রেফারেন্স লেটার।
  • আইইএলটিএস বা টোফেল স্কোর। 

সবকিছু অনলাইনে জমা করতে হবে। কোনো কাগজপত্রের হার্ডকপি সিঙ্গাপুরে পাঠাতে হবে না। 
 
অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: ১ জুন, ২০২৩ 

অনুবাদ: মুসাররাত আবির

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)