হোম > শিক্ষা

কুবিতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জাককানইবিসাসের নিন্দা

প্রতিনিধি, জাককানইবি

গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)। গতকাল রোববার বিকেলে জাককানইবিসাসের সভাপতি বদরুল আলম বিপুল ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জাককানইবিসাস নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী মেধা তালিকায় ১২ তম স্থান অধিকার করে। এ তথ্য সংবাদমাধ্যমে দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবার ঠুনকো কারণ দেখিয়ে সহকারী অধ্যাপক কাজী আনিছের পদোন্নতি বাতিলের খবরও গণমাধ্যমে আসছে।

জাককানইবিসাস মনে করে, গণমাধ্যমে কে তথ্য দিয়েছে তা খোঁজ করাটা অনৈতিক। সুতরাং, তথ্য যিনিই দিক তিনি কোনো অন্যায় করেননি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত পরিহারের দাবি জানাচ্ছি।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)